Monday, September 29, 2014

সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর 2

 বিসিএস ও বিভিন্ন প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর

১. বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি?
উত্তরঃ নাজমুন আরা সুলতানা
২. মৌলিক অধিকার বাংলাদেশ সংবিধানের কততম প্রস্তবনা/ অধ্যায়?
উত্তরঃ ৩য়
৩. সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে?
উত্তরঃ ১৯৭২ সালের ৪ নভেম্বর
৪. লিখিত সংবিধান নেই?
উত্তরঃ সবগুলোর
৫. চিন্তা ও বিবেকের স্বাধীনতা কত নং অনুচ্ছেদ?
উত্তরঃ ৩৯
৬. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ''অমর একুশের'' স্থপতি কে?
উত্তরঃ জাহানারা পারভীন
৭. চেতনা- ৭১ কোথায় অবস্থিত?
উত্তরঃ কুষ্টিয়া, পুলিশ লাইন
৮. বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে?
উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম
৯. ঢাকা পৌরসভার নির্বাচিত প্রথম চেয়ারম্যান ?
উত্তরঃ আনন্দ চন্দ্র রায়
১০. শিল্পকলা একাডেমী কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ উপরের কোনটিও নয়
১১. বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (BFDC) প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৫৮
১২. আলোকিত মানুষতৈরির কর্মসূচী কোন সংস্থার?
উত্তরঃ বিশ্ব সাহিত্য কেন্দ্র
১৩. ''জাগ্রত চৌরংগী'' কোথায় অবস্থিত?
উত্তরঃ জয়দেবপুর, গাজীপুর
১৪. জরুরি অবস্থা ঘোষণা কোন অনুচ্ছেদের কাজ?
উত্তরঃ ১৪১
১৫. ফতেহাবাদ কোন স্থানের পুরাতন নাম?
উত্তরঃ ফরিদপুর
১৬. বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কোথায়?
উত্তরঃ গাজীপুর, জয়দেবপুর
১৭. ২৫ বছর মেয়াদী বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি হয় কত সালে?
উত্তরঃ ১৯৭২
১৮. পার্বত্য শান্তি চুক্তি হয় কবে?
উত্তরঃ ১৯৯৭, ২ ডিসেম্বর
১৯. ''শান্তির পাখি'' ভাস্কর্য কোথায়?
উত্তরঃ টিএসসি, ঢাবি
২০. মুজিব-ইন্দিরা চুক্তি হয় কবে?
উত্তরঃ ১৯৭৪ সালে

সাধারন জ্ঞান প্রস্তুতি

( সঠিক উত্তর নীচে দেওয়া আছে। )
 
১. ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসংগীত?
ক) রাজশাহী খ) রংপুর গ) কুষ্টিয়া ঘ) ময়মনসিংহ
 
২. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
ক) নীলফামারী খ) কুড়িগ্রাম গ) লালমনিরহাট ঘ) দিনাজপুর
৩. পুর্বাশা দ্বীপের অপর নাম কী?
ক) নিঝুম দ্বীপ খ) সেন্টমার্টিন দ্বীপ গ) দক্ষিণ তালপট্টি দ্বীপ ঘ) কুতুবদিয়া দ্বীপ।
৪. নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা?
ক) যুক্তরাষ্ট্র খ) জাপান গ) যুক্তরাজ্য ঘ) রাশিয়া
৫. বাংলাদেশের ডিজিটাল এক্সচেঞ্জ প্রথম প্রতিষ্ঠিত হয়
ক) রংপুরের মিঠাপুকুর খ) ঢাকা গ) চট্টগ্রাম ঘ) দিনাজপুর
৬. বাংলাদেশের সর্বোচ্চ ঋণদাতা দেশ
ক) মার্কিন যুক্তরাষ্ট্র খ) জাপান গ) সৌদি আরব ঘ) দক্ষিণ কোরিয়া
৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি বীর প্রতীকের নাম
ক) জর্জ হ্যারিসন খ) ক্লিন রিচার্ড গ) স্টোন হাউজ ঘ) ডব্লিউ এ এস ওভারল্যান্ড
৮. অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলার অধিবাসী ছিলেন?
ক) ঢাকা খ) মুন্সিগঞ্জ গ) মানিকগঞ্জ ঘ) নবাবগঞ্জ
৯. টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক) আসাম খ) মণিপুর গ) নাগাল্যান্ড ঘ) মিজোরাম
১০. বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ কোনটি?
ক) ইরান খ) ইসরায়েল গ) উত্তর কোরিয়া ঘ) দক্ষিণ আফ্রিকা
১১. FAO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) রোম খ) জেনেভা  গ) ব্যাংকক ঘ) প্যারিস
১২. তাপমাত্রার কোন স্কেলে ‘o’ ডিগ্রি সবচেয়ে বেশি ঠান্ডা?
ক) ফারেনহাইট খ) কেলভিন গ) সেন্টিগ্রেড ঘ) সেলসিয়াস
১৩. কান ফেস্টিভালে বাংলাদেশের কোন ছবিটি পুরস্কৃত হয়েছে?
ক) মাটির ময়না খ) ঘুড্ডি গ) দহন ঘ) জয়যাত্রা
১৪. CIA-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) ওয়াশিংটন ডিসি খ) নিউইয়র্ক গ) ডালাস ঘ) ভার্জিনিয়া
১৫. গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের?
ক) নরওয়ে খ) নেদারল্যান্ড গ) স্কটল্যান্ড ঘ) ডেনমার্ক
১৬. কোন ধাতুর ওপর আঘাত করলে শব্দ হয় না?
ক) পিতল খ) লোহা গ) অ্যান্টিমনি ঘ) তামা
১৭. ভারতের কোন প্রধানমন্ত্রী বোফর্স অস্ত্র কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন?
ক) রাজীব গান্ধী খ) ইন্দিরা গান্ধী গ) নরসিমা রাও ঘ) বাজপেয়ি
১৮. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ক) মঈনুল হোসেন খ) জয়নুল আবেদিন গ) হামিদুর রহমান ঘ) এস এম সুলতান
১৯. বিশ্বকাপ ফুটবলে বয়োজ্যেষ্ঠ গোলদাতা কে?
ক) রজার মিলা খ) তেভেজ গ) মিরোস্লাভ ক্লোসা ঘ) রোনালদো
২০. ‘Wailing wall’ অবস্থিত কোথায়?
ক) বার্লিনে খ) রোমে গ) জেরুজালেমে ঘ) মাদ্রিদে।

সঠিক উত্তর
১. খ ২. গ ৩. গ ৪. ক ৫. ক ৬. খ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. গ।


0 comments:

Post a Comment